তিন গুণীজন স্মরণে ‘গাংচিল’

তিন গুণীজন স্মরণে ‘গাংচিল’

বাংলাদেশের তিন গুণীজনের জন্ম ও প্রয়াণ দিবসে প্রাইভেট চ্যানেল প্রচারিত হবে চলচ্চিত্র ‘গাংচিল’। এবছরই চলছে চলচ্চিত্রটি মুক্তির ৪৫ বছর। রুহুল আমিন পরিচালিত ‘গাংচিল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বুলবুল আহমেদ। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। আগামীকাল এই দুই কিংবদন্তীর জন্মদিন।

০৩ সেপ্টেম্বর ২০২৫